Khoborerchokh logo

গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০ এর আলোচনা সভা অনুষ্ঠিত সম্পন্ন । 400 0

Khoborerchokh logo

গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০ এর আলোচনা সভা অনুষ্ঠিত সম্পন্ন ।


রনি আহম্মেদ
মুজিব বর্ষের শপথ,সড়ক করবো নিরাপদ" এই শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। ২২ অক্টোবর ২০ইং বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও (বিআরটিএ) এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে ভাওয়াল সম্মেলন কক্ষে। গাজীপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।   
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম তরিকুল ইসলাম জেলা প্রশাসক গাজীপুর           
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জানাব মোঃ সাইফুদ্দিন নির্বাহী প্রকৌশলী (সওজ) গাজীপুর। জনাব মোঃ এনায়েত হোসেন মন্টু,সহকারী পরিচালক ইঞ্জিঃ (বিআরটিএ) গাজীপুর। 
জনাবা ফারহানা আফরোজ জ্যামি,সহকারী পুলিশ সুপার ট্রাফিক গাজীপুর,জনাব মোঃ সুলতান আহমেদ,সভাপতি গাজীপুর জেলা মটর শ্রমিক পরিবহন মালিক সমিতি। অধ্যাপক ডাঃ লোকমান হোসেন সভাপতি নিরাপদ সড়ক চাই আন্দোলন।মোঃ কামরুল আহসান রাসেল সাধারণ সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। মুকুল কুমার মল্লিক সদস্য গাজীপুর জেলা আঞ্চলিক পরিবহন কমিটি।প্রফেসর এম এ বারি সদস্য গাজীপুর জেলা আঞ্চলিক পরিবহন কমিটি। 
এছাড়া আরো উপস্থিত ছিলেন মোল্লা ড্রাইভিং ট্রেনিং সেন্টার পরিচালক ও প্রধান প্রশিক্ষক শাহীন হোসেন মোল্লা। এছাড়া ও পরিবহন মালিক শ্রমিক এবং ইলেকট্রনিক,প্রিন্ট, অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীরা। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com